৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শেখ মুজিবের বাড়ী ভাংচুর প্রতিক্রিয়ায় যা বললো ভারত

spot_img

ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনটি ধ্বংস করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

জয়সওয়াল বলেন, বাঙালির স্বাধীনতাসংগ্রামকে যারা মূল্যায়ন করে, তারা বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছে। এই ভাঙচুরের ঘটনাটির তীব্র নিন্দা জানানো উচিত।

এদিকে, দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া; না দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টের অধিবেশনে। নিশ্চিত করা হয়েছে, তাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদনে এখনও সাড়া দেয়নি নরেন্দ্র মোদির সরকার।

বৃহস্পতিবার হাসিনাকে নিয়ে তিনটি প্রশ্ন করেন, কেরালার পার্লামেন্ট সদস্য সিপিএম নেতা জন ব্রিট্রাস। প্রশ্নগুলো ছিলো- বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? প্রত্যর্পণের জন্য কী কী কারণ দেখিয়েছে বাংলাদেশ? আর এক্ষেত্রে কী জবাব দিয়েছে ভারত? জবাবে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং নিশ্চিত করেছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি পেলেও এর জবাব এখনও পাঠায়নি ভারত।

এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিলো, হাসিনাকে প্রত্যর্পণে আইনী দিকগুলো খতিয়ে দেখতে সময় লাগতে পারে দিল্লির।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ