
ফাগুনের আগুনে প্রেমের প্রতীক্ষা
– মো. জাহেদুল ইসলাম আল রাইয়ান
হীম শীতল বাতায়নে এল বসন্তের আহ্বান,
মনের অন্তরালে জ্বলে অগোচর আগুন।
তুমি না থাকলে এ ঋতুর রঙ নেই,
তোমার অনুপস্থিতি আমায় করে নিঃস্ব, একাকী।
গোধূলির আঁচলে লুকায় সূর্যের শেষ আভা,
বসন্ত এসে থমকে দাঁড়ায় আমার দুয়ারে।
এ হৃদয় জানে না কোনো অবরোধের ভাষা,
তোমাকে ছুঁতে চায় অবিরাম, নিরবচ্ছিন্নভাবে।
তুমিহীন কেটে গেল একুশ বসন্তের দীর্ঘপথ,
আর কতকাল দাঁড়িয়ে থাকবো প্রতীক্ষার দুয়ারে?
যে স্পর্শে ফোটে অনুরাগের চিরসবুজ কুসুম,
তোমায় বিস্মৃত করা কি সহজ হবে কখনও?
অপেক্ষার প্রাঙ্গণে জমে ওঠে উপেক্ষার আস্তরণ,
ফাগুনের উষ্ণতায় প্রেম দগ্ধ হয়, নিঃশেষে হারায়।
বসন্তের বর্ণিল নেশা আজও মাতিয়ে রাখে,
তোমাকে ভালোবাসা—এ যেন আমার নিয়তি!