৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শান্তিগঞ্জে মতবিরোধে সংঘর্ষে আহত ৪০

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে শিরণি বিতরণ নিয়ে মত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। শনিবার সকাল দশটায় এই ঘটনা ঘটে।

ঠাকুরভোগ গ্রামের আওয়ামী লীগের এমএ মান্নান সমর্থক আব্দাল মিয়া ও সুফি মিয়া এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া ও বিএনপি নেতা আশিক মিয়া এই চারজনের নেতৃত্বে গ্রাম দুইভাগে বিভক্ত। তারা দীর্ঘদিন ধরে আধিপত্যের লড়াই করছেন। শুক্রবার নুর মিয়া – আশিক মিয়ার গ্রুপ শিরণির আয়োজন করে। ওখানে যান নি আব্দাল মিয়া- সুফি মিয়ার পক্ষ।
এরা শনিবার একইস্থানে মাইকে ঘোষণা দিয়ে শিরণির আয়োজন করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে সংঘর্ষে জড়ান তারা।
এসময় উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী দুপুরে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ