
বসন্তের প্রথম বৃষ্টিতে ভিজেছে বগুড়া। মাঝারি বৃষ্টির সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি আর মৃদু বাতাসে সৃষ্টি হয় অন্যরকম এক পরিবেশ। রবিবার সকাল পৌণে ৯টা থেকে বগুড়ার আকাশে বৃষ্টি শুরু হয়৷ প্রায় এক ঘন্টায় জেলায় ১৭ দশনিক ৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করে আবহাওয়া অফিস।
এদিকে বৃষ্টির কারণে অফিস ও স্কুলগামীরা পড়েন ভোগান্তিতে। অনেক ভ্রাম্যমাণ দোকান বৃষ্টির কারণে বন্ধ করে দেন দোকানিরা। আর পথচারীদের অনেককে বৃষ্টিতে ভিজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতেও দেখা গেছে।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, সকালে এক ঘণ্টায় ১৭. ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।