৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দিরাইয়ে দেড় কোটি টাকার মাছ লুট

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়ে দেড় কোটি টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। মাছ লুট করে হাজার হাজার মানুষকে উল্লাস করতে দেখা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরনারচর ইউনিয়নের কামান বিলে।

শনিবার সরজমিনে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দুই/ তিনটি গ্রামের হাজার খানেক মানুষ পলো, ছোট ছোট জাল, মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে কামান বিলে মাছ শিকার করেন। এসময় কামান বিলের ইজারা প্রাপ্ত চরনারচর এবিএম মৎস্যজীবী সমবায় সমিতির লোকেরা বাধা দিলেও তারা শুনেনি। এ ঘটনায় দেড় কোটি টাকার মাছ লুট হয়েছে বলে ধারনা সমিতির সদস্যদের। এদিকে ঘটনার পর থেকে শুক্রবার সারাদিন ও রাতে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হতে থাকে। শনিবার সকালে সেখানে ২০ হাজারেরও বেশি মানুষ জড়ো হয় বলে স্থানীয়রা জানায়।

চরনারচর এবিএম মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সুধির বিশ্বাস জানান, বিলটি ১৯৭ একর জায়গা জুড়ে। বিলের মাছ ধরতে পাঁচ মাস সময় লাগে। ৪০ জন জেলে দীর্ঘদিন ধরে পিছন দিক থেকে জাল দিয়ে বেড় দিয়ে দিয়ে ১ বিঘা জায়গার মধ্যে সমস্ত মাছ আটক করে নিয়ে এসেছে। তিন বছর ফাইল করে যে সমস্ত মাছগুলো ধরা হয় বিলের ওই অংশে এই বড় মাছগুলো ছিল। নির্দিষ্ট সময় ও পরিকল্পনা নিয়ে মাছ ধরতে হয়। আমরা এর আগে গত বুধবার সিদ্ধান্ত নিয়েছিলাম শুক্রবারে মাছ ধরব। কিন্তু এলাকার ধর্মীয় অনুষ্ঠান কীর্তন থাকায় তারিখটা পিছিয়ে শুক্রবারে নেই। কিন্তু এর আগেই শুনতে পাই শ্যামারচর বাজারে নাকি কথা রটেছে, আগামীকাল কামনা বিলে পলো বাইচ হবে। আমরা তাদের বুঝানোর চেষ্টা করি। আমাদের একটা সপ্তাহ সময় দেবার অনুরোধ করি। কিন্তু তারা আমাদের কথা শুনেনি।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাজার হাজার মানুষ মাছ ধরে নিয়ে গেছে। এ ঘটনায় এখনও কোন মামলা করা হয়নি। মামলা হলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ