
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া বন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় রিকশা চালক মিরাজুল ইসলাম (২৫) ও বাস হেলপার শাওন (১৪ মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ দাবিতে সোমবার (৩মার্চ) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পযন্ত ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও উত্তেজিত জনতা।
এতে বগুড়া বনানী থেকে শেরপুর পযন্ত সড়কের উভয় পাশে আটকা পড়ে কয়েক হাজার যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ পথচারীরা।
পরে জেলা ও উপজেলা প্রশাসনের আশ্বাসে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ তুলে নেন।
সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে আসেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম,শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান, থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
মাঝিড়াস্থ মহাসড়কে তাৎক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন, ইউটার্ণ,জেব্রা ক্রসিং তৈরি করা এবং ফ্লাইওভার নির্মাণ নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন উপজেল প্রশাসন।
জানা গেছে,সোমবার সকাল ১০টার দিকে মাঝিড়া বন্দরে সড়কের পাশে রিকশাসহ দাঁড়িয়ে ছিলেন মিরাজুল ইসলাম (২৫)। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে রিকশায় ধাক্কা দেয়। চালক মিরাজুল সড়কে ছিঁটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান।সে শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের হাজেল মিয়ার ছেলে।
এ সময় মহাসড়ক অবরোধ করে সমাবেশে বক্তারা নির্মাণাধীণ ফোরলেন মহাসড়কের মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণ ও তাৎক্ষণিক ইউটার্ণ নির্মাণের দাবি জানিয়ে বলেন,উপজেলা লক্ষাধিক সাধারণ মানুষদের মহাসড়ক পারাপারে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়।বয়স্ক ও অসুস্থ রোগী পারাপারে দুর্ঘটনার শতশত মানুষ মারা যাচ্ছে। এতে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়,উপজেলা পরিষদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,দুবলাগাড়ী কলেজ সহ স্কুল-কলেজগামী শিক্ষার্থী,পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অপরদিকে বিকালে রংপুর থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের বাস থেকে মহাসড়কে ছিঁটকে পড়ে একই স্থানে পিষ্ট হয়ে মারাযান বাস হেলপার শাওন (১৪)।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান,মাঝিড়া বন্দরে সকাল ও বিকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন রিকশাচালক মিরাজুল ইসলাম ও বাস হেলপার শাওন (১৪) বিষয়টি নিশ্চিত করেন।
উভয় লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হবে।সকালের দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক আটক করা হয়েছে।তবে চালক ও সহযোগীরা কৌশলে পালিয়ে গেছে।