
ইউনিভার্সিটি, মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস্ এসোসিয়েশন অব শাজাহানপুর, (UMESAS) কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি প্রদান, এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথিদের আসন অলংকৃত করেছেন, শাজাহানপুরের গর্ব প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান স্যার, ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, U-tab বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, শাজাহানপুরের অন্যতম গর্বিত সন্তান তৌহিদুল ইসলাম ইকবাল স্যার, কর কমিশনার, অ্যাপিলেট ডিভিশন, কর অঞ্চল ঢাকা। উপস্থিত ছিলেন শাজাহানপুরের কৃতি সন্তান প্রফেসর ড. মোঃ ফারুক স্যার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরো ছিলেন মোঃ মোস্তফা স্যার, জি এম বিটিসিএল। উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ মুহম্মদ জাফর আলমগীর স্যার, প্রফেসর ক্লিনিকের স্বত্বাধিকারী।
সংগঠনের সভাপতি মোঃ রবিউল ইসলাম সানি ও সাধারণ সম্পাদক তানভীর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।