
বগুড়ায় ২ সাংবাদিক খোরশেদ আলম এবং নিওন এর উপর বর্বর হা’মলার প্র’তিবা’দে শাজাহানপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক কল্যাণ সংস্থা (সাকস)। সোমবার (৭ মার্চ) দুপুর ১২ টায় মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাকস এর সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, সহ-সভাপতি মাইনুল ইসলাম সরকার, শাহীন আলম, সাকসের সহ-সভাপতি সরকার মুক্তা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন, নিবার্হী সদস্য হুমায়ুন কবির হিমু, সদস্য গোলাম আযম শামীম, নজিবুর রহমান মাসুম।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের উপর যেকোনো প্রকার হা’মলা মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত। আমরা এর তীব্র প্র’তিবা’দ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি জানাই।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাকস সদস্য আব্দুল কাইয়ুম, নাজিরুল, সাংবাদিক শাহ আলম, জাকারিয়া, মিজানুর রহমান, মিজু আহমেদ , শিবলু রহমান, সুজন, মোশারফ হোসেনসহ সাকস, প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।