৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক,সদস্য সচিবের ওপর স্থানীয়দের হামলা

spot_img

গোবিপ্রবি প্রতিনিধিঃ-
ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (গোবিপ্রবির) আহ্বায়ক ও জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪ টা বিশ মিনিটের দিকে গোপালগঞ্জ মডেল স্কুলের সামনে ১৫-২০ জন কিশোর তাদের ওপর হামলা চালান বলে জানা যায়। হামলায় আহত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

হামলার বিষয়ে আহ্বায়ক জসিম উদ্দিন বলেন,”আমরা মডেল স্কুলের সামনে গেলে ১৫ থেকে ২০ জন কিশোর আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। গতকাল রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। ধারণা করছি তার পরিপ্রেক্ষিতে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। ”

এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নিবেন বলে জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ