
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা চারমাথা বাজারে হাটবাজারে অবৈধ ইজারা আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে হাট ইজারাদার শাহাদাত হোসেনসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় কৃষক আমিরুল ইসলাম বাদী হয়ে সোমবার (৫ মে) রাতে শাজাহানপুর থানায় এজাহার দায়ের করেন। মামলায় শাহাদাত হোসেন ছাড়াও তার ৮ সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, হাটে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত ইজারা আদায়ের নামে চাঁদা দাবি করা হচ্ছে, যা চাষিদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শাজাহানপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাসুদ করিম মামলার বিষয়ে সংবাদ বুলেটিনকে নিশ্চিত করে বলেন, কৃষকদের পক্ষ থেকে আনীত অভিযোগের ভিত্তিতে এজাহার গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, হাট ইজারাদার ও তার লোকজনের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল, তবে তা এতদিন আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।
মামলার পর হাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য এর আগে গত ৩ মে গাড়ী ভাং’চু’রের অভিযোগ এনে ইজারাদারের প্রতিনিধি হিসেবে আব্দুল ওহিদ মুরাদ বাদী হয়ে দায়ের করা মামলায় সাংবাদিক,কৃষক, স্থানীয় মেম্বার সহ২০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। থানা পুলিশ মামলাটি গ্রহণ করে।