
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ার তারুণ্যের সমাবেশ থেকেই শুরু হবে বিএনপির আগাম নির্বাচনি প্রচার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, তরুণরাই দলের চালিকাশক্তি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই। তাই তিনি তরুণদের নিয়ে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা ও যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানিয়েছেন, দেশের চার কোটি তরুণ ভোটারকে দলে ভেড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের রাজশাহী-রংপুর বিভাগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক যুবদল নেতা কামরুজ্জামান, রংপুরের যুবদল নেতা নাজমুল ইসলাম নাজু, পাবনার অ্যাডভোকেট সালাউদ্দিন সোমবার ও গতকাল মঙ্গলবার বগুড়ায় উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন এবং সভাস্থল পরিদর্শন করেন। তারা বলেছেন, দুই বিভাগের ১৬ জেলা নিয়ে বগুড়ায় সর্ববৃহৎ সমাবেশের সব প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন হয়েছে।
তারুণ্যের সমাবেশকে সফল করতে ইতোমধ্যে বগুড়ার বিভিন্ন উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে পৃথক পৃথক কর্মশালা করেছেন। উত্তরাঞ্চলে রাজশাহী ও রংপুর দুই বিভাগের সমন্বয়ে এবারের তারুণ্যের সমাবেশ দেশবাসীর কাছে সর্ববৃহৎ সমাবেশ হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
এদিকে সমাবেশ ঘিরে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো জেলা। রংপুর ও রাজশাহীতে ‘চল চল বগুড়ায় চল’ আওয়াজ উঠেছে। জেলাগুলোতে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের হাওয়া।
জানা গেছে, দেশের ৪ বিভাগে বিএনপির তারুণ্যের সমাবেশ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম, খুলনা, ঢাকা ও রাজশাহী-রংপুর বিভাগ। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ায় আয়োজন করা হচ্ছে এ সমাবেশ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই এর লক্ষ্য।
এ উপলক্ষে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুণদের উৎসাহিত করা হচ্ছে বলে জানান সংগঠনের নেতারা। সমাবেশ সফল করতে আগামী ২৩ মে বগুড়ার ফাইভস্টার হোটেল মমইনে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থী অংশ নেবেন। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এই প্রথম কোনো রাজনৈতিক দল হিসেবে বিএনপির এ যুগান্তকারী কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানান, তারুণ্যের সমাবেশ ঘিরে আগামী ২৩ মে বগুড়ায় কৃষি উন্নয়ন ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেবেন। এরপর ২৪ মে তারুণ্যের সমাবেশ হবে। বগুড়ার ইতিহাসে সর্ববৃহৎ তারুণ্যের সমাবেশ আমরা উপহার দেব পুরো দেশবাসীকে। মেধাভিত্তিক রাজনীতিকে আকর্ষণীয় করে তোলার জন্যই এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন, তরুণরাই দলের চালিকাশক্তি। বগুড়ার সমাবেশে লক্ষাধিক তরুণদের সমাগম ঘটবে। এ সমাবেশ থেকে দেশের প্রায় চার কোটি তরুণ ভোটারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হবে। এটাই হবে উত্তরাঞ্চলের প্রথম নির্বাচনি প্রচার। চট্টগ্রাম ও খুলনা বিভাগের পর তারুণ্যের উৎসবটি হচ্ছে বগুড়ায়।