
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষধর সাপের ছোবলে মোকসেদ আলী প্রাং (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার খরনা ইউনিয়নের মানিকদিপা উত্তরপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে।
শুক্রবার (৩০ মে) বিকেল ৪টার দিকে মোকসেদ আলী টেংড়ামাগুর বাজার থেকে পান-সুপারি কিনে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় বাঁশবাড়িয়া এলাকার বগুড়া-নাটোর মহাসড়কের পাশের ধানের জমির আইলে প্রস্রাব করতে গেলে একটি বিষধর সাপ তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির নিচে ছোবল দেয়।
সাপের কামড়ের পর বিষক্রিয়ায় তিনি রাস্তার উপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।