৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাড়ছে তিস্তার পানি, খুলে দেয়া হলো ৪৪ স্লুইসগেট

spot_img

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছে তিস্তার পানি। এতে ৪৪টি স্লুইসগেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রোববার সকাল ৯টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার (অটো গেজ)। যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)।

তিস্তাপাড়ের স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়ায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিস্তা পাড়ের হাজারো মানুষ বন্যা নিয়ে শঙ্কায় আছেন। তিস্তা নদীর পানি বাড়লে আগে ক্ষতিগ্রস্ত হয় চরাঞ্চলগুলো।

তিস্তা পাড়ের এলাকায় অধিকাংশ মানুষ বাস করেন নদীর চর জমিতে, যেখানকার ঘরবাড়ি তুলনামূলক নিচু। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সরাসরি বন্যার আশঙ্কা নেই তবুও স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার সামসুল উদ্দিন বলেন, হঠাৎ করে পানি বাড়লো, হামার জমি জায়গায় চাষাবাদকৃত ফসলসহ গরু-ছাগল, বাড়ির জিনিস সব ভেসে যায়। এ নিয়ে দূর চিন্তায় আছি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে। তাই তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইসগেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ