৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোক্তা অধিকার লঙ্ঘন: শাজাহানপুরে নয়মাইল গরুর হাটে ২৫ হাজার টাকা জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল গরুর হাটে নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং টোল তালিকা প্রদর্শন না করায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। হাটের ইজারাদারের প্রতিনিধিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোরবানির পশুর হাটে গরুপ্রতি ক্রেতার নিকট থেকে ৮০০ টাকা ও বিক্রেতার নিকট থেকে ২০০ টাকা এবং ছাগলের ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ৪০০ টাকা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছিল। অথচ নির্ধারিত টোল হার ছিল তার চেয়ে অনেক কম। হাটে টোল তালিকাও প্রদর্শন করা হয়নি, ফলে ভোক্তারা সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছিলেন।

অভিযানে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা প্রশাসনকে সহায়তা করেন। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে এমন অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান সংবাদ বুলেটিনকে বলেন, “টোলের নির্ধারিত তালিকা না থাকলে সাধারণ মানুষ প্রকৃত হার জানেন না। এটি স্পষ্টভাবে ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান চলবে।”

এ বিষয়ে সেনাবাহিনী কর্তৃপক্ষও জানিয়েছে, ঈদ উপলক্ষে হাটে যাতে কেউ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে জন্য সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ