৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শেখ মুজিব এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে : কৃষিবীদ শামীমুর রহমান শামীম

spot_img

মোংলা সংবাদদাতা: ১৯৭২-৭৫ এর শাসনামলে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন এদেশের মানুষের সকল ন্যায্য অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করে গনতন্ত্রকে হত্যা করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিলো। আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা তখন দখল লুটপাট চালিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল সাধারণ জনগণের উপর।

বুধবার (১১ জুন) বিকালে রামপাল মোংলা শাখার হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান কল্যান ফ্রন্টের উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের জান মালের সার্বিক নিরাপত্তার দাবিতে মোংলার দিগরাজ বাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে রামপাল-মোংলায় সাবেক খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিনী বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহার বিগত ১৭ বছর ধরে এই এলাকায় দখল, লুটপাট, টেন্ডারবাজি, রাহাজানি সহ অত্র এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে জিম্মি করে আর্থিক সুবিধা ভোগ করে তারা। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর রামপাল-মোংলার মানুষ এখন স্বাধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ