৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ধর্ষণ ও বিশেষ ক্ষমতা আইনের তিন আসামি গ্রেপ্তার

spot_img

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম নগর ও জেলার তিনটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দণ্ডিত, একজন এজাহারভুক্ত পলাতক আসামি এবং আরেকজন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

র‍্যাব সূত্রে জানা গেছে, শনিবার (১৫ জুন) চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকা, বায়েজিদ বোস্তামী থানা এলাকা এবং জেলার রাঙ্গুনিয়া উপজেলায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

প্রথম অভিযানে র‍্যাব-৭ জানতে পারে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. জামাল উদ্দিন চট্টগ্রাম নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকায় অবস্থান করছেন। পরে বিকেল সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার বাসিন্দা।

একইদিন দ্বিতীয় অভিযানে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সজিবকে। নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার একটি মামলায় তাঁকে খোঁজা হচ্ছিল। সজিবের বাড়ি নোয়াখালীর এওজবলিয়া গ্রামে। এ অভিযানে র‍্যাব-৭-এর পাশাপাশি র‍্যাব-১১, নারায়ণগঞ্জ-এর একটি দলও অংশ নেয়।

তৃতীয় অভিযানে রাঙ্গুনিয়া থানার কর্ণফুলী জুট মিল এলাকায় বিশেষ ক্ষমতা আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. লিয়াকত আলী লস্করকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে মামলা চলমান ছিল এবং তাঁরা পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ