
বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া ঘাটপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে বেজোড়া ঘাটপাড়া এলাকায় করতোয়া নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ সময় মরদেহটির পরনে ছিল কালো গেঞ্জি ও কালো প্যান্ট। লাশের হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে তালা ও ব্যালেটজাতীয় বস্তু দেখা যায়।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।