৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে অপহৃত হুদা উদ্ধার : বগুড়ার দুই অপহরণকারী গ্রেফতার

spot_img

ঢাকার আশুলিয়া থেকে মুক্তিপণের জন্য অপহৃত কিশোর মো. নাজমুল হুদাকে (১৭) বগুড়ার শাকপালা এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১২। এ সময় দুই অপহরণকারী শাহজাহান আলী (৬৫) ও জিহাদ প্রামানিক (২১) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ২৪ জুন সকাল ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে আশুলিয়া আউটপাড়ায় বসবাসরত নাজমুল হুদাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায়। সেখান থেকে ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে তার বাবা-মাকে ফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয় বলেও জানায় র‌্যাব।

ভিকটিমের পরিবার অপহরণকারীদের দাবির মুখে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা প্রদান করলেও পরে তার পিতা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নম্বর ২২১৯, তারিখ ২৫/০৬/২০২৫)।

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দুপুরে শাকপালা ওভারব্রিজের পাশে অভিযান চালিয়ে অপহৃত নাজমুল হুদাকে উদ্ধার এবং অপহরণে জড়িত শাহজাহান ও জিহাদকে গ্রেফতার করা হয়।

অভিযানে অপহরণে ব্যবহৃত ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ৩টি সিম কার্ড ও নগদ ২১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ