৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ক্লিনিকের গাফিলতিতে প্রসূতির মর্মান্তিক মৃত্যু

spot_img

বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ক্লিনিকের দায়িত্বরতদের গাফলতিতে প্রাণ গেল টফি বেগম (৩৫) নামের এক প্রসূতির।

শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ঘটনাটি ঘটে।

টফি বেগম উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পোঁওতা টীকুরি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। ঘটনার পর থেকে ওই ক্লিনিকে তালা দিয়ে দায়িত্বরতরা পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১ টার দিকে টফি বেগমকে সান্তাহার ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে বাচ্চা প্রসবের জন্যে ভর্তি করা হয়। এরপর কয়েকঘন্টা তাকে চিকিৎসা দিচ্ছিলেন দায়িত্বরতরা। হঠাৎ রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে নওগাঁ প্রাইভেট হাসাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত পরিবারের লোকজনের দাবী ক্লিনিকের দায়িত্বরতদের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এখানে রোগীর বাচ্চা প্রসব হবেনা আরও আগে বললে রোগীকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতাম। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে ছিলো না তখন বলার কারনে রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় পর স্থানীয় লোকজন ক্লিনিকের সামনে হট্টগোল শুরু করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ