
বগুড়া জেলার শাজাহানপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
থানা সূত্রে জানা যায়, শাজাহানপুর থানার মামলা নম্বর-০১, তারিখ-০১/১১/২০২৪, জিআর নম্বর-৩২৪/২০২৪, ধারা- 19A The Arms Act, 1878; তৎসহ 143/323/341/324/307/302/114 The Penal Code, 1860 এবং 3/4 The Explosive Substances Act, 1908 অনুযায়ী দায়েরকৃত মামলার পলাতক আসামি মোঃ সেলিম রেজা ওরফে সেলিমুজ্জামান (৩২) কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
আটক সেলিম রেজা বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক। তিনি শাজাহানপুর উপজেলার বড়পাথার মধ্যপাড়া এলাকার মোঃ আব্দুস সামাদ ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন মোবার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।