৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে সেচ্ছাসেবকলীগ নেতা আরিফ পুলিশের জালে

spot_img

বগুড়ার শাজাহানপুরে একাধিক চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি ও শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফিন ওরফে আরিফ (৩৭) কে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে শাজাহানপুর থানাধীন রহিমাবাদ বি-ব্লক উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে গণধর্ষণ, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা ছাড়াও মাদক, চুরি, সিঁধেল চুরি, চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব মামলাগুলোর অধিকাংশই বিজ্ঞ আদালতে বিচারাধীন।

সর্বশেষ তাকে শাজাহানপুর থানায় দায়ের হওয়া ২০২৪ সালের ১ নভেম্বরের মামলা (মামলা নম্বর-০১, জিআর নম্বর-৩২৪/২০২৪) সংক্রান্ত তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। মামলাটিতে তার বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর ধারা ১৯(এ), দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

শাজাহানপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, আরিফ এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে ১১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

বিষয়ে শাজাহানপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, ‘আসামি আরিফিন একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, নারী নির্যাতন, মারামারি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।’

এটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, বারবার গ্রেপ্তার হলেও আরিফ আইনের ফাঁক গলে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়তেন। এবার যেন সে দৃষ্টান্তমূলক শাস্তি পায়—এটাই সবার প্রত্যাশা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ