
বগুড়ার শাজাহানপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার দুবলাগাড়ী এলাকায় রিয়েল সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে শাজাহানপুর উপজেলা সমবায় কার্যালয়।
সোসাইটির চেয়ারম্যান আরাবিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন সংবাদ বুলেটিনের প্রকাশক মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রেজোয়ান, ইশরাত জাহান, সোসাইটির সাধারণ সম্পাদক মসিউয়ূর রহমান শিখন ও সাবেক নির্বাহী সদস্য মইনুল ইসলাম পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের বীজ রোপণ করেছিল। সেই চেতনাকে ধারণ করে বর্তমান তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
অনুষ্ঠান শেষে সোসাইটির অফিস প্রাঙ্গণে ফলদ বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।