
মোংলা সংবাদদাতা: বাগেরহাট-০৩ আসনের মোংলা-রামপালকে পৃথককরণ ও বাগেরহাট-০৪ আসনকে বিলুপ্তি সুপারিশ/সিদ্ধান্তের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার সকালে শ্রমিক সংঘ চত্বর থেকে বের হওয়া এ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী সহ বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আমরা প্রয়োজনে রক্ত দিবো কিন্তু ইসির এমন সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিবো না। তারা আরো বলেন, মুলত সংসদ নির্বাচনকে বিলম্বিত করার উদ্দেশ্যেই এটি ইসির চক্রান্ত।
উল্লেখ্য, বুধবার নির্বাচন কমিশন বাগেরহাট-০৩ আসন ভেঙ্গে পৃথককরণ ও বাগেরহাট-০৪ আসন বিলুপ্তি করে গাজীপুরে আরেকটি আসন বৃদ্ধির ঘোষণা দেয়। এতেই দলমত নির্বিশেষে ক্ষোভে ফেটে পড়েন পুরো বাগেরহাটের মানুষ।