
বগুড়ার শাজাহানপুরে পাথর বোঝাই ট্রাক ও কলা বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে গোহাইল ইউনিয়নের রুপিহার বাজারের উত্তর পাশে শাজাহানপুর-নন্দীগ্রাম সীমানা পিলার সংলগ্ন নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রংপুরগামী পিকআপ (রেজি: রংপুর-ড-১১-০২২৫) ও নাটোরগামী ট্রাকের (রেজি: ঢাকা মেট্রো-ট-২২-৭৪১৮) মুখোমুখি সংঘর্ষে পিকআপের যাত্রী আব্দুস সালাম (৩৭), হাফিজুল ইসলাম (৩৫) ও ফরিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে জানান, এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জুয়েল রানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। হাইওয়ে পুলিশ ট্রাক ও পিকআপ জব্দ করেছে।