
বগুড়া শাজাহানপুর উপজেলায় এক নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত ২আসামিকে পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে গ্রেপ্তার করেছেন শাজাহানপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের মৃত পালওয়ানের ছেলে মোঃ শাহাদৎ হোসেন(৩০) এবং একই গ্রামের আফছার আলী শেখ এর ছেলে মোঃ আশরাফুল শেখ(৪১)।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ৩১জুলাই রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের জোড়া সেতু এলাকায় জঙ্গলের ভিতরে নিয়ে ২বন্ধু মিলে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান। পরদিন ১আগষ্ট ওই নারী নিজে বাদী হয়ে ওই ২জনকে আসামি শাজাহানপুর থানায় মামলা(০৫) করেন।
মামলার এজাহার সূত্রে জানাযায, প্রায় ০৬ মাস পূর্বে ওই নারীর স্বামী মারা যান। ছোট দু্ইটি সন্তান লালন পালনের খরচ যোগাতে নিউমার্কেট এলাকায় এক বাসায় গৃহপরিচালার কাজ নেন ওই নারী। একই গ্রামের বাসিন্দা হওয়ার সুবাদে আসামি মোঃ শাহাদৎ হোসেন এর সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শাহাদৎ পেশায় একজন অটোরিক্সা চালক।
এজাহারে আরো উল্লেখ করা হয়, ৩১জুলাই দুপুর আড়াইটার দিকে বিয়ের কথা বলে শাহাদৎ ওই নারীকে বগুড়া সাতমাথা এলাকায় ডেকে নেন। পরে শাহাদৎ তাঁর নিজের অটো রিক্সায় করে ওই নারীকে নিয়ে বগুড়া শহর এবং শাজাহানপুর উপজেলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার জালশুকা জোড়া সেতু এলাকায় আসলে সেখানে শাহাদৎ এর অজ্ঞাত এক বন্ধু আসেন। এরপর সেতুর পূর্ব পাশে জঙ্গলের ভিতরে নিয়ে ওই নারীকে দুজনে মিলে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান।
জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে বলেন, ঘটনার পর ওই নারী নিজে বাদী হয়ে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে শাহাদৎ পলাতক ছিলো। মামলা তদন্ত করে নিশ্চিত হই শাহাদৎ এর সাথে তাঁর বন্ধু আশরাফুল জড়িত রয়েছে।
ওসি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা শাহাদৎ এর অবস্থান জানতে পারি। শাজাহানপুর থানা পুলিশ পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে রোববার(১০আগষ্ট) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করেন। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের দুজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।