
শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুরের নড়িয়া উপজেলার
সিংহলমুড়ী গ্রামে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার ৬নং ওয়ার্ডের বিউটি বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কিশোর গ্যাং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিউটি বেগমের বাড়ি ও দোকানে হামলা চালায়। এসময় তার মেয়ে শান্তা মনি (১৮) ও দেবরের মেয়ে নাজিলা আক্তার (১৭)কে পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলাকারীরা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে এবং ঘরবাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন, আক্কাস আলী খান এর পুত্র পলাশ খান (২৭), ও নুর আক্তার খান (২৩), বিল্লাল বেপারির পুত্র শামিম বেপারী (৩২), আইয়ুব আলী খান এর পুত্র রাব্বি খান (১৯), আব্বাস আলী খান এর পুত্র মো. সোহাগ খান (১৭),জানু মোকদম এর পুত্র মো. জাহিদ মোকদম (১৭),হান্নান ছৈয়াল এর পুত্র হৃদয় ছৈয়াল (১৬), ও লিটন হাওলাদারের পুত্র শুভ হাওলাদার (১৭)। তারা সবাই সিংহলমুড়ী গ্রামের বাসিন্দা। এছাড়াও আরও ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তি হামলায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
ঘটনার আগে “এস.কে সোহাগ” নামের একটি ফেসবুক আইডি থেকে পিস্তল হাতে ছবি পোস্ট করে লেখা হয়- গায়ে হাত দিছো রক্তের বন্যা হয়ে যাবে, সাদা কাপড় পরে মাঠে নামছি, এবার পারলে সামলাও।
এছাড়া একটি গোপন ভিডিও ফুটেজে দেখা যায়, ২০-২৫ জন যুবক লাঠিসোটা হাতে বিউটি বেগমের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে কিছুজনের মাথায় হেলমেট ছিল। তবে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলে তারা মন্তব্য করতে এড়িয়ে যান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কিশোর গ্যাং নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানিয়েছেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।