৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

spot_img

গোবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘কোনটাকে বলি সংবাদ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে এই সেমিনারের আয়োজন করে জনসংযোগ দপ্তর।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে সংবাদকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন বরেণ্য সাংবাদিক মোহসীন উল হাকিম।

জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ক্যাম্পাসে যে ধরনের সাংবাদিকতা হয়, তার অনেক সংবাদ বস্তুনিষ্ঠ হয় না। সংবাদ করতে হলে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। বর্তমান সময়ে অনেক গণমাধ্যম রয়েছে। তবে ফেইসবুক কেন্দ্রিক সাংবাদিকতা করা শোভনীয় নয়। আমি প্রত্যাশা করি, প্রত্যেক সংবাদকর্মী বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশ করবে, যাতে বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে ওঠে। তিনি সেমিনারের সফলতা কামনা করে বলেন, এ ধরনের সেমিনার ভবিষ্যতে আরো করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। সাংবাদিকের নীতি নৈতিকতার যে জায়গা, তা অনুধাবন করতে হবে এবং সমাজের ভালো বিষয়গুলো তুলে ধরতে হবে। শিক্ষার্থীরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে সেটাই প্রত্যাশা।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন অর রশিদের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব। এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম এবং প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ