
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দিনব্যাপী বিদ্যালয় মাঠে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোজাফ্ফর রহমানের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সোহেল আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল কাদের মন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, বিএনপি নেতা মশিউর রহমান রকি ও যুবদল নেতা মইনুল ইসলাম পলাশ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খায়রুল ইসলাম।
ফাইনাল খেলায় নবম শ্রেণিকে পরাজিত করে দশম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শাহীন বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।