
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা রুকন সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন—
- আড়িয়া ইউনিয়ন: উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান
- মাঝিড়া ইউনিয়ন: মাওলানা আব্দুস সালাম
- খরনা ইউনিয়ন: আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক
- গোহাইল ইউনিয়ন: মাওলানা শহিদুল ইসলাম
- আশেকপুর ইউনিয়ন: মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার
- মাদলা ইউনিয়ন: অধ্যাপক গাজীউর রহমান
- খোট্রাপাড়া ইউনিয়ন: অধ্যাপক শাইদুল ইসলাম
- আমরুল ইউনিয়ন: আশরাফুল মান্নান সামাউন
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।
উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন: জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আব্দুল্লাহিল বাকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন: মাওলানা আব্দুর রশিদ, অধ্যাপক গাজীউর রহমান, মাওলানা আব্দুর রউফ খাঁন, উপজেলা মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, আনোয়ার হোসেন, মাওলানা ফজলুল হক এবং শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।