
৩ কোটি ৫৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়ার্দারের পুত্র দুলু বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
দুদকের জেলা কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক মো. তারিকুল রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বুধবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যায়), কমিশনের উপ-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২০ সালের ৫ মার্চ দুদকের সম্পদ বিবরণী দাখিলের আদেশ গ্রহণ করেন আসামি। একই বছরের ২৫ জুন তিনি ২ কোটি ৫২ লাখ ৫ হাজার ৪২২ টাকার সম্পদ বিবরণী জমা দেন। তবে তদন্তে তার বিরুদ্ধে আরও ৩ কোটি ৫৫ লাখ ২৫ হাজার টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও দখলে রাখার প্রমাণ পাওয়া গেছে।
দুদক আইন অনুযায়ী তার বিরুদ্ধে তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দেওয়া হয়েছে।