৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে সাংবাদিক শিপলুর অসুস্থ পিতার পাশে সহকর্মীরা

spot_img

শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. রুমেল আশরাফ শিপলুর পিতা মো. রুস্তম আলী (৭৯) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বনানী এলাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় শাজাহানপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরা রুস্তম আলীর খোঁজখবর নিতে তার বাসায় যান এবং পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান।

প্রবীণ শিক্ষক রুস্তম আলী কর্মজীবনে রাজশাহী ক্যাডেট কলেজ ও রংপুর ক্যাডেট কলেজে গণিত বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন ‘বগুড়া ক্যাডেট হাইস্কুল’ এবং অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিক শিপলুর অসুস্থ পিতাকে দেখতে গিয়ে উপস্থিত ছিলেন— শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সংবাদ বুলেটিনের সম্পাদক নজরুল ইসলাম মিলন, সংবাদ বুলেটিনের প্রকাশক ও চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম রিপন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা-এর উপজেলা প্রতিনিধি আরিফুর রহমান মিঠু ও তাঁর মেয়ে আরিফ জাহান স্বপ্ন, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দুলাল আহম্মেদ এবং সাংবাদিক মিজানুর রহমান মিলনসহ আরও অনেকে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ