
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাদিক পার্কসংলগ্ন নাটোর-বগুড়া মহাসড়কে দস্যুতা সংগঠনের সময় বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে রংপুর থেকে ফরিদপুরগামী পাটবোঝাই একটি ট্রাকের চাকা হাইওয়ে এলাকায় বিস্ফোরিত হলে চালক চাকা মেরামতের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি নম্বরবিহীন পালসার মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ট্রাক চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে কেবিনে প্রবেশ করে ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
শাজাহানপুর থানার স্পেশাল-১২ ডিউটি পার্টির পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই আসামি পালিয়ে যায়। তবে পুলিশের ধাওয়া ও ভিকটিমের সহযোগিতায় এক দস্যুকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক হওয়া যুবকের নাম মো. সুমন হোসেন।
এ সময় আসামি সুমন পুলিশ সদস্য শাহরিয়ার হোসেনের পেটে পিস্তল ঠেকালে ধস্তাধস্তির একপর্যায়ে কনস্টেবল শাহরিয়ার আসামির হাতে থাকা পিস্তলটি ছিনিয়ে নেন। পরে অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় সুমনকে গ্রেফতার করা হয়।
খবর পেয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আসামিকে থানায় নিয়ে আসেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।