৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দেউলিয়ার পথে ৫ ব্যাংক, গ্রাহকদের মাথায় হাত

spot_img

আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘদিনের লুটপাট, অনিয়ম ও অদক্ষ ব্যবস্থাপনার ফলে দেশের ব্যাংক ও আর্থিক খাত মারাত্মক সংকটে পড়েছে। বর্তমানে অন্তত পাঁচটি ব্যাংক কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে। এসব ব্যাংকে সঞ্চিত অর্থ ফেরত পেতে গ্রাহকেরা পড়েছেন চরম দুর্ভোগে। কেউ কেউ অল্প কিছু টাকা তুলতে পারছেন, অনেকেই ফিরছেন খালি হাতে।

সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক একসময় এসব দুর্বল ব্যাংককে টিকিয়ে রাখতে আর্থিক সহায়তা দিলেও বর্তমানে সেই সহায়তা বন্ধ রয়েছে। ফলে তারা কেবল নামমাত্র টিকে আছে।

অর্থনীতিবিদদের মতে, বছরের পর বছর রাজনৈতিক প্রভাব, অস্বচ্ছ ঋণ প্রদান এবং হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণের কারণে এসব ব্যাংক ধ্বংসের মুখে পড়ে। রাজধানীর মতিঝিল, হাটখোলা, বনানী ও মিরপুরসহ বিভিন্ন শাখায় প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্রাহকেরা টাকা তুলতে পারছেন না। কেউ তুলতে পারছেন কয়েক হাজার টাকার বেশি নয়, আবার কেউ একেবারেই পাচ্ছেন না।

ইউনিয়ন ব্যাংকের হাটখোলা শাখার এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের সহায়তা বন্ধ থাকায় গত এক মাস ধরে আমরা গ্রাহকদের অর্থ ফেরত দিতে পারছি না। এমনকি আমাদের নিজস্ব বেতনও মেলেনি।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দুর্বল ব্যাংকগুলোকে ধাপে ধাপে মার্জার (একীভূতকরণ) ও সংস্কারের আওতায় আনা হবে। তবে গ্রাহকেরা কবে নাগাদ স্বস্তি পাবেন, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ