৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি বিএনপির অ্যাড. ফখরুল ইসলাম এবং সম্পাদক জামায়াতের অ্যাড. তাজুল ইসলাম

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাড. ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাড. তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

উক্ত নির্বাচনে সভাপতি পদসহ ১৯ পদের ১৮ টিতে নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সোলায়মান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৭টি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেন। এতে মোট ১৭জন প্রার্থী জয়লাভ করেন। ফলে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮ পদই বিএনপি সমর্থিত প্যানেলের বিজয়ী।

ভোট শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাড. ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাড. সরদার মো. তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাড. আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ২৪৯জন। এরমধ্যে ২৪১টি ভোট কাস্ট হয়েছে। বাতিল হয়েছে ৬টি ভোট। এবং দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ