
মোংলা সংবাদদাতা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলায় দরিদ্র হিন্দু পরিবারের সদস্যদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষেররোববার সকালে মোংলার মাদ্রাসা রোডে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, নভেম্বর থেকে প্রতিটি দরিদ্র পরিবার থেকে অন্তত একজনকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানা বিএনপির সভাপতি মান্নান হালদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুব্রত মজুমদার, মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ চন্দ্র, পূজা উদযাপন পরিষদ বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিরক রায় এবং মোংলা উপজেলা শাখার আহ্বায়ক গোপাল মন্ডল কালু।
মোংলার ৩৪টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় অংশ নেন। দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয় সভায়।