৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি তোমাদের ভালো মানুষও হতে হবে -সাবেক এমপি লালু

spot_img

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, একজন ভালো ছাত্র হওয়ার পাশাপাশি তোমাদের একজন ভালো মানুষও হতে হবে। একজন মানুষের সবচেয়ে বড় শিক্ষক তার মা-বাবা তাদেরকে সম্মান ও শ্রদ্ধার করতে হবে। তবেই তোমরা সমাজের জন্য ভালো কিছু করতে পারবে। অনেক ক্ষেত্রে বাবা,মা পড়ালেখার খরচ চালাতে না পেরে মেয়েকে বাল্যাবিবাহ দিচ্ছে এটা আইনত অপরাধ। সন্তানকে বাল্যবিবাহ না দিয়ে, কষ্ট করে ছেলে-মেয়েকে পাড়ালেখা করিয়ে শিক্ষিত করে রাষ্ট্রপরিচালনার অংশ করে গড়ে তুলুন। শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘শুধু শিক্ষায় আলোকিত হলে চলবে না। সব ক্ষেত্রে আলোকিত হতে হবে। তবে মানবিক আলোকিত ও ভালো মানুষ হতে হবে। ‘তোমরাই জাতির ভবিষ্যৎ। তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন বিষয়ে একটি মহল অতি উৎসাহী হয়ে উঠেছে। এ পদ্ধতিতে নির্বাচন হলে এক এলাকার মানুষের ভোটে এমপি হবে অন্য এলাকার মানুষ। তাই পিআর পদ্ধতির বিষয়ে বিএনপি নেতিবাচক মতামত দিয়েছে। বিএনপি সরকারের সময়ে মেয়েরা স্কুলে গেলে টাকা পেয়েছে, প্রাইমারির শিক্ষার্থীরা গম পেয়েছে ও বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিয়েছে এগুলো সব বেগম খালেদা জিয়ার সৃষ্টি। দেশের মানুষের দোয়াতে আবার বিএনপি সরকার গঠন করবে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার শাজাহানপুর উপজেলা খরনা নাদুরপুকুর ইসলমিয়া উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। খরনা নাদুরপুকুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বিএনপির নেতা ফজলুল হক উজ্জ্বল রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। আরো বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আটল। এতে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক জিল্লুর রহমান, গাবতলী পৌর যুবদলের যুগ্ন আহব্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা যুবদলের মিল্টন, উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, গাবতলী উপজেলার ছাত্রলের সাবেক আহ্বায়ক মোহতাসিন বিল্লাহ মুন, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, খরনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কাশেম। প্রতিষ্ঠানের ২২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও অর্থ প্রদান করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ