৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

থালাপতি বিজয়ের সমাবেশে পদদ’লিত হয়ে নি’হত অন্তত ২৯

spot_img

ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সভাপতি থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর করুর জেলায় শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর দ্য হিন্দু

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম নিহত ও আহতের ঘটনা নিশ্চিত করেছেন।

বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে করুরে ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়। হঠাৎ ভিড়ের মধ্যে অসংখ্য মানুষ অজ্ঞান হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালা জানান, এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক ও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনও হাসপাতালে পৌঁছাচ্ছে। সঠিক পরিসংখ্যান জানাতে আরও সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ