৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ৪৬ মণ্ডপে শারদীয় দুর্গাপূজার রঙে উৎসবের আমেজ

spot_img

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া শাজাহানপুরে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শেষ সময়ে চলছে রংতুলি ও সাজসজ্জার কাজ। বিগত বছরের চেয়ে এ বছর প্রতিমা তৈরিতে ব্যয় কিছুটা বাড়লেও উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় পূজা উদযাপন কমিটির সদস্যরা। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়েছেন শাজাহানপুর থানা পুলিশ। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে শাজাহানপুরে মণ্ডপগুলোতে চলছে বিশাল কর্মযজ্ঞ।

পাড়া-মহল্লায় প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত প্রতিমাশিল্পীরা। মাটির কাজ শেষে এখন পুনরায় দেওয়া হচ্ছে প্রলেপ। কেউবা আবার নিপুণ হাতে রংতুলিতে সাজিয়ে তুলেছেন নানা ধরনের নকশা। প্রতিটি মণ্ডপের জন্য তৈরি হচ্ছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, অসুর, সিংহ, হাঁস, পেঁচাসহ বিভিন্ন প্রতিমা।  উপজেলার ৪৬টি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও পূজা কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভা করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান। এ সময় আইনশৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজার সব কার্যক্রম যাতে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পূজা উদ্যাপন পরিষদ শাজাহানপুর উপজেলার সভাপতি তপু কুমার সরকার তাপস জানান, প্রতি বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে। এ বছর উপজেলার ৯টি ইউনিয়ন ও বগুড়া পৌরসভার বর্ধিতাংশে ৪৬টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদ বুলেটিনকে বলেন, মন্ডপগুলোতে তিন স্তরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রায় অর্ধেক মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পরিস্থিতি খারাপের সংবাদ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ