১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় আন্দোলনে আহত যুবকের পাশে ছাত্রদল

spot_img

মহিউদ্দিন:

গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে গত জুলাই মাসে আয়োজিত আন্দোলনে গুরুতর আহত হন এক সাহসী যুবক। হাঁটার সক্ষমতা হারিয়ে তিনি চলাচলের জন্য স্ট্রেচারের প্রয়োজনীয়তা অনুভব করেন। অসহায় পরিস্থিতিতে তিনি হ্যালো ছাত্রদল হেল্প লাইন-এ যোগাযোগ করলে, তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ায় বগুড়া জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া জেলা ছাত্রদলের কার্যালয়ে ওই যুবকের হাতে স্ট্রেচার তুলে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

ছাত্রদল নেতারা জানান, সংগঠনের প্রতিটি কর্মী আমাদের পরিবারের অংশ। তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হ্যালো ছাত্রদল হেল্প লাইন সেই চেতনা থেকেই কাজ করছে।

আহত যুবক ছাত্রদলের এই মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, চিকিৎসা ও চলাচলে আমি অসহায় হয়ে পড়েছিলাম। ছাত্রদল যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা আমি কোনোদিন ভুলব না।

হ্যালো ছাত্রদল হেল্প লাইন ছাত্রদলের একটি কেন্দ্রীয় উদ্যোগ, যার মাধ্যমে আহত, অসুস্থ বা বিপদগ্রস্ত নেতাকর্মীদের দ্রুত সহায়তা প্রদান করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগ ছাত্রদলের প্রতি কর্মীদের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করছে।

ছাত্রদলের এই সহানুভূতিশীল ভূমিকা রাজনৈতিক অঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, মশিউর রহমান, শহর ছাত্রদলর সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি শাহ সুলতান কলেজের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা প্রমূখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ