৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের নির্বাচন,কেন্দ্রীয় সভাপতি ডা.আরমান হোসাইন,সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আদি।

spot_img

বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন গত কয়েক বছর যাবৎ বাংলাদেশের হোমিওপ্যাথিক ছাত্র এবং চিকিৎসকদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠন করার লক্ষ্যে গত ০৮ (আগস্ট) নির্বাচন কমিশন গঠন করা হয় ও গতকাল ২১ আগষ্ট (সোমবার) বিকাল ৫.০০ ঘটিকা হতে রাত্রি ৯.০ ঘটিকা পর্যন্ত অনলাইনে স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়।

বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের ২য় বার নির্বাচনে কেন্দ্রীয় সভাপতি ডা.আরমান হোসাইন,সাধারণ সম্পাদক
আজিজুল ইসলাম আদি নির্বাচিত হয়েছেন।

এদিকে গত কমিটি ভেঙে দিয়ে ৫ জনকে নির্বাচন কমিশনের দায়িত্বদিয়ে নির্বাচন করা হয়।কেন্দীয় কমিটিতে মোট ভোটার সংখ্যা ৩৯ জন।সভাপতি পদপ্রার্থীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুইজন, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে তিনজন,সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে সাত জন।

নবনির্বাচিত সভাপতি বলেন,আমাকে সভাপতি হিসেবে বিজয়ী করায় আমার পক্ষ থেকে অবিরাম ভালবাসা রইলো সবার জন্য।
সকলের দোয়া ও ভালোবাসায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি আপনাদে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।হোমিওপ্যাথির উন্নয়নে আগামীতে সকল কাজে আপনাদের ধারাবাহিক সহযোগিতা কামনা করি।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দ্বায়িত্ব পালন করেন ডাঃ শ্যামল কিশোর বর্মন এবং সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করেন যথাক্রমে ডাঃ মোঃ আম্মার আবদুল্লাহ, ডাঃ শফিউর রহমান সজীব এবং ডাঃ আনসার আলী।

নির্বাচন কমিশনের এই ভোট গ্রহণে প্রযুক্তিগত সহায়তা করেন জনাব মোঃ আইয়ুব আলী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ