৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ঋণ দেওয়ার নামে ফাঁদ, টাকা হাতিয়ে লাপাত্তা

spot_img

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে ‘অহিংস গণঅভ্যূত্থান বাংলাদেশ ‘নামের কথিত এনজিও দুই সহস্রাধিক মানুষকে সুদমুক্ত ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা নিয়ে উধাও হয়েছে।
উপজেলার নিমগাছি ইউনিয়নের কয়েক গ্রামের প্রতারক চক্র সুদমুক্ত ঋণের ফাঁদ পেতে তাদের কাছ থেকে সঞ্চয় হিসেবে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে ।

সরেজমিন উপজেলার নিমগাছি, নান্দিয়ারপাড়া, শিয়ালীসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে জানা যায়, এই চক্রের প্রতারনার শিকার হয়েছেন কুলসুম খাতুন, সাইদুর রহমান, মজনু মিয়া, সবুজ হোসেন, আলম, হেজরুল ইসলাম ও রুহুল আমিনের মতো দুই সহস্রাধিক মানুষ।

ভুক্তভোগীরা জানান, বহিরাগত ও স্থানীয় ৮-১০জন যুবক বাড়ি বাড়ি ঘুরে ১০০ টাকা মূল্যের একটি ফর্মের মাধ্যমে সদস্য করে। মাত্র ১০০ টাকা করে সঞ্চয়ের অনুকূলে সদস্যদের লাখ টাকা থেকে কোটি টাকা ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। সুধমুক্ত ঋণ নিয়ে সচ্ছলতা ফিরবে পরিবারে।

ঘুচবে অভাব নামক যন্ত্রণা। এমন কথা বলে গ্রামের সাধারণ মানুষকে ফাঁদে ফেলে কথিত ওই এনজিও’র মাঠকর্মীরা। স্থানীয়ভাবে এই এনজিও’র কোন কার্যালয় নেই। তারপরও সুধমুক্ত ঋণ নেওয়ার আশায় এসব মানুষ নিজেদের সঞ্চিত টাকা জমা করে মাঠকর্মীদের কাছে। প্রায় দুই সপ্তাহ ধরে গ্রাহকের কাছ থেকে এভাবেই টাকা হাতিয়ে নিয়ে মাঠকর্মীরা লাপাত্তা হয়ে গেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ