৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্য, ইসলামী বক্তার বিরুদ্ধে মামলা

spot_img

এসবি ডেস্ক : শায়েখ শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয়।

ড. মাওলানা মো. ইউসুফ জিলানী নামে এক ইসলামী বক্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী এবং ‘Regular Deen Meadia’ নামে একটি ইউটিউব চ্যানেলকে বিবাদী করা হয়েছে। বিবাদী আকরামুজ্জামাজ ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি পিস টিভি বাংলার সাবেক স্পিকার।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত শায়েখ আকরামুজ্জামান ইসলাম ধর্মের পবিত্র রাত ‘শবে বরাত’ নিয়ে বলেছেন, ‘১৪ই সাবান তথা শবে বরাতের রাত্রিতে এভাবে মসজিদে ভিড় না করে যদি বেইশ্যা খানায় সময় কাটাই তারপরও ভালো এর চেয়ে, সারারাত যদি সে বেইশ্যা খানায় থাকে সেটাও ভালো’। একই বক্তা অন্য জায়গায় আরও বলেন, ‘শবে বরাত জিনার চেয়েও খারাপ’।

বাদী ড. মাওলানা মো. ইউসুফ জিলানী বলেন, অভিযুক্ত বক্তা পবিত্র শবে বরাত নিয়ে যেসব কথা বলেছেন সেগুলো ইসলাম ও কোরআন হাদিস বিরোধী। আক্রমণাত্মক এ বক্তব্য দিয়ে তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। তার এ বক্তব্য সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজ উদ্দিন চৌধুরী বলেন, শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত শুনানি শেষে মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের আদেশ দিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ