
এসবি নিউজ ডেস্ক : চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা হবে রোববার (৩রা মার্চ)। এই ঘোষণা থেকেই জানা যাবে গ্যাসের দাম বাড়বে নাকি কমবে।
বিকেল ৩টায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আমদানি করা এই প্রাকৃতিক গ্যাসের দাম নির্ধারণের কাজ করে থাকে সরকারের এই সংস্থাটি।
এর আগে, গত মাসে (ফেব্রুয়ারি) ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৩৩ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।