৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেসবুক বন্ধ থাকায় কতটা ক্ষতি হলো জাকারবার্গের?

spot_img

এসবি ডেস্ক : সাময়িক সার্ভার ত্রুটির কারণে মঙ্গলবার (৫ মার্চ) রাতে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। এরপর সচল হয়। তবে এই এক ঘণ্টায় কতটা ক্ষতি হয়েছে মার্ক জাকারবার্গের, তা এবার প্রকাশ্যে এসেছে।

মঙ্গলবার (৫ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে এ ক্ষতির পরিমাণ।

নিউইয়র্কের ওয়েডবুশ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভসের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, বিশ্বব্যাপী প্ল্যাটফর্মগুলি বন্ধ হওয়ার কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার আয় হারিয়েছেন। সার্ভার ত্রুটির কারণে ওই সময়ের মধ্যে মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গিয়েছিল।

কোম্পানি বিজ্ঞাপনের মাধ্যমে বেশিরভাগ আয় করে। যা ব্যবহারকারীদের দেখানো হয়। ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে প্ল্যাটফর্মগুলোর আয়ও কমে যায়।

মূলত, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে একযোগে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায়। তারপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।

তবে ‘প্রযুক্তিগত সমস্যার’ কারণে ঠিক কতটা লোকসান হয়েছে, সে বিষয়টি সম্ভবত টেক জায়ান্ট মেটা প্রকাশ করবে না। তবে ড্যান আইভসে’র মতে, এটি কোম্পানির মোট আয়ের একটি নগণ্য পরিমাণ। তবে ১০০ মিলিয়ন এতোটাও নগণ্য নয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ