৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মসজিদে নববীতে ৫২ লাখ মুসল্লির নামাজ আদায়

spot_img

এসবি ডেস্ক : এবার পবিত্র রমজানের প্রথম সপ্তাহে মদিনার মসজিদে নববীতে ৫২ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এসব মুসল্লিদের সব ধরনের সেবা দিয়েছে কর্তৃপক্ষ। মসজিদে নববীর জেনারেল অথরিটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে রমজানের প্রথম সপ্তাহ থেকে আগত মুসল্লি এবং দর্শনার্থীদের জন্য যাবতীয় সুবিধার কথা তুলে ধরা হয়েছে। খবর গালফ নিউজ

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৭ হাজার ৬৯৭ জন নারী আল রওজা আল শরীফাতে নামাজ আদায় করেছেন। এছাড়া কর্তৃপক্ষ দর্শনার্থীদের মসজিদে নববীতে প্রবেশের জন্য সময়সূচি নির্ধারণ করেছেন। যেখানে নারী ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।

এই সময়ে মসজিদে নববীর লাইব্রেরি ব্যবহার করেছেন ১২ হাজার ২৭৯ জন দর্শনার্থী। সেই সঙ্গে এখানে প্রদর্শনী এবং জাদুঘর দেখেছেন ৪ হাজার ৫৬৭ জন। পাশাপাশি আগত দর্শনার্থীদের মধ্যে ৯৪ হাজার ৮১৪ জনকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে তারা মসজিদে নববীতে নির্বিঘ্নে চলতে পারেন।

এছাড়াও কর্তৃপক্ষ ১ লাখ ৪৪ হাজার জমজমের পানি সরবরাহ করেছে এবং ইফতার সরবরাহ করেছে ১৫ হাজার ২৪৩টি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ