৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কোরআন পোড়ানো যুবককে দেশ থেকে বহিষ্কার করলো সুইডেন

spot_img

সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো সালওয়ান মোমিকাকে বহিষ্কার করেছে সুইডেন। এরই মধ্যে তিনি সুইডেন ত্যাগ করেছেন।

বুধবার (২৭শে মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে ওই যুবক সুইডেন ত্যাগ করে পার্শ্ববর্তী দেশ নরওয়েতে চলে গেছেন। সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করবেন।

গত বছর সুইডেনের স্টকহোমে কোরআন পোড়ানোর পর কর্তৃপক্ষের নজরে আসেন খ্রিষ্টান ধর্মাবলম্বী ইরাকি শরণার্থী সালওয়ান। কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বজুড়ে মুসলিমদের বিক্ষুব্ধ করে তোলে। আমেরিকা, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এ ঘটনায় নিন্দা জানায়।

সালওয়ান মোমিকা নামে ওই ইরাকি শরণার্থী গত বছর ঈদুল আজহার (২৮শে জুন) দিন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পুলিশের সামনেই কোরআনের একটি কপি পুড়িয়ে ফেলেন। পরে আবারও কোরআন পোড়ানোর হুমকি দেন।

সুইডিশ নিরাপত্তা সংস্থা গত বছরের ওই ঘটনার পর বলেছিল, কোরআন পোড়ানোর ঘটনার পর মুসলিম দেশগুলোয় সুইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।

সূত্র: আরব নিউজ

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ