
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে
প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই এর দিনে মঙ্গলবার ৪ জন পুরুষ ভাইস
চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৫ প্রার্থীর
মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভাইস চেয়ারম্যানরা হলেন, আবু সাঈদ সরকার, শরিফুল ইসলাম, এস.এম. তোফায়েল ইসলাম ও আলমগীর হোসাইন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন, ঝরনা খাতুন।
সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
গণপতি রায় জানান, আবু সাঈদ সরকার ও এস.এম. তোফায়েল ইসলাম তাদের
বিরুদ্ধে থাকা মামলার তথ্য মনোনয়নপত্রে গোপন করেছেন এবং আলমগীর হোসাইন ও শরিফুল ইসলাম তাদের মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী দেননি। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঝরনা খাতুনের হলফ নামায় তার
স্বাক্ষর ছিল না। এসব কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে উল্লিখিত প্রার্থীদের সঙ্গে কথা বললে তারা প্রত্যকেই আপিল করবেন বলে জানান। প্রসঙ্গতঃ এই উপজেলা পরিষদ নির্বাচনে এবার ৬ জন উপজেলা চেয়ারম্যান, ৭ জন ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।