
মানবতার ফেরিওয়ালা খ্যাত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ ব্যাপারে ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ জানান, মিল্টনকে সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, মিল্টন সমদ্দার বর্তমানে আমাদের হেফাজতে আছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
ডিবি সূত্রে জানা গেছে, রাতে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করবেন ডিবিপ্রধান।
সম্প্রতি মানবিক মুখোশের আড়ালে মানুষের কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির মতো অপকর্মের অভিযোগ ওঠে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়।
জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি-বেসরকারি নানা পুরস্কারও। তবে অভিযোগ রয়েছে, মিল্টন সমাদ্দার যতটুকু ভালো কাজ করেছেন, প্রচার করেছেন তার চেয়েও কয়েকগুণ বেশি।