
বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া ইউনিয়নে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু’র নির্বাচনী মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকালে সাজাপুর বেলপুকুর স্কুল মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন বাবলু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আলহাজ্ব সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, নজরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম ফেরদৌস, শ্রম বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার চৌধুরী সবুজ, সহ প্রচার সম্পাদক ময়না, সদস্য আব্দুল ওয়াদুদ মুকুল, আব্দুল ওহাব তোতা জহুরুল ইসলাম খোকন সাহাবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল বারী মন্ডল গাজিউল হক গাজী, আজিজার রহমান, সানাউল হক,আবু সাঈদ বাবু, মমিনুল হক মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, আফজাল হোসেন বাচ্চু, যুবলীগ নেতা ইমাম হোসেন, সাজু আহম্মেদ, আরিফুল ইসলাম কাজল, ইউপি সদস্য আবু জাফর প্রমূখ।
এসময় মাঝিড়া ইউনিয়নের ‘ছান্নু’ ভক্ত হাজার হাজার মা-বোন উপস্থিত হয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু’র নির্বাচনী মতবিনিময় সভায় গণ জোয়ার সৃষ্টি করেন ।