৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

যশোরে জাঁকজমকপূর্ণ ৫০ যৌতুকবিহীন বিয়ে

spot_img

যশোরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৫০টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ই মে) দুপুরে এস সি আই বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ও এস সি আই আরব আমিরাতের অর্থায়নে যশোরের ঝিকরগাছা গাজীরদরগাহ কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে এ বিয়ে সম্পন্ন হয়।

খুলনা বিভাগের অসহায়, এতিম এবং অর্থিক সংকটে থাকা ৫০ জোড়া পাত্র-পাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে। একইসাথে কর্মসংস্থানের জন্য প্রত্যেক বরকে একটি করে ভ্যানগাড়ি এবং কনেকে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।

এ বিয়েতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন – কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্স গাজীরদরগাহ ঝিকরগাছার পরিচালক মুফতি নাসিরুল্লাহ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

এ সময় জেলা প্রশাসক বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে যৌতুক উচ্ছেদে সামাজিক আন্দোলনের সূচনা করতে হবে। যৌতুকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। 

এছাড়া ইসলামের প্রকৃত আদর্শিক শিক্ষার মাধ্যমে সমাজকে কলুষমুক্ত করতে এবং যৌতুকমুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের অংশগ্রহণ জোরদার করার আহ্বান জানান তিনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ